InstaForex

কারেন্সি ও কারেন্সি পেয়ার নিয়ে কিছু কথা

সাধারণত ফরেক্স মার্কেটে দুই ধরণের কারেন্সি দেখা যায়-

            ১। মেজর কারেন্সি
                   ২। ক্রস কারেন্সি

Major Currencies

Symbol
Cuntry
Currency
NickName
USD
United States
Doller
Buck
EUR
Euro Zone Members
Euro
Fiber
JPY
Japan
Yen
Yen
GBP
Great Britain
Pound
Cable
CHF
Switzerland
Franc
Swissy
CAD
Canada
Doller
Lonie
AUD
Australia
Dollar
Aussie
NZD
Newzland
Dollar
kiwi











কারেন্সি চিহ্নের তিনটি অক্ষর থাকে, যেখানে প্রথম দুইটি দেশের নাম নির্দেশ করে এবং তৃতীয়টি সেই দেশটির কারেন্সি নাম নির্দেশ করে যেমন NZD এর ক্ষেত্রে, NZ দিয়ে New Zealand বোঝানো হয়েছে, এবং D দিয়ে Dollar বোঝানো হয়েছে সহজ, তাইনা?
উপরের কারেন্সিগুলো প্রধান কারন সেগুলোই সবচেয়ে বেশি ট্রেড করা হয়
Buck হল USD' ডাক নাম।

USD-কে greenbacks, bones, benjis, benjamins, cheddar, paper, loot, scrilla, cheese, bread, moolah, dead presidents, coco and cash money নামেও ডাকা হয়
প্রধান কারেন্সি পেয়ার-সমূহ:
নিচের কারেন্সি পেয়ারগুলোকে প্রধান কারেন্সি পেয়ার হিসেবে বিবেচনা করা হয়। এই কারেন্সি পেয়ার গুলো USD পেয়ার এবং সহসাই ট্রেড করা হয়। এই প্রধান পেয়ার গুলোর তারল্য সবচেয়ে বেশি এবং এগুলো বিশ্বে সবচেয়ে বেশি ট্রেড করা হয়
                   
 Pair
Countries
EUR / USD Euro Zone / United States
USD / JPY United States / Japan
GBP / USD Great Britian / United States
USD / CHF United States / Switzerland
USD / CAD United States / Canada
AUD / USD Australia / United States
NZD / USD NewZealand / United States

প্রধান ক্রস-কারেন্সি অথবা অপ্রধান কারেন্সি পেয়ার-সমূহ:
ইউ. এস. ডলার ব্যাতিত কারেন্সি পেয়ারসমূহকে ক্রস-কারেন্সি পেয়ার অথবা শুধু ক্রস পেয়ার বলা হয়। প্রধান ক্রসগুলো অপ্রধান কারেন্সি পেয়ার নামেও পরিচিত। সবচেয়ে বেশি ট্রেডকৃত ক্রস পেয়ারগুলো এসেছে - EUR, GBP এবং JPY থেকে

Euro Crosses

Pair Countries
EUR / CHF Euro Zone / Switzerland
EUR / GBP Euro Zone / United Kingdom
EUR / CAD Euro Zone / Canada
EUR / AUD Euro Zone / Australia
EUR / NZD Euro Zone / New Zealand




আরেও কিছু ক্রস কারেন্সি আছে যেগুলো মেজর ক্রস এবং ইউরো ক্রসের মতো এত বেশি ট্রেড হয়, এদের Exotic  পেয়ার বলা হয়।


Exotic পেয়ারগুলোর স্প্রেড EUR/USD অথবা USD/JPY এর তুলনায় দুই অথবা তিন গুন বেশি। তাই যদি আপনি এই Exotic পেয়ারসমূহ ট্রেড করতে চান, তবে তা ভেবে করবেন