সাধারণত ফরেক্স মার্কেটে দুই ধরণের কারেন্সি দেখা যায়-
১। মেজর কারেন্সি২। ক্রস কারেন্সি
Major Currencies
Symbol | Cuntry | Currency | NickName |
USD | United States | Doller | Buck |
EUR | Euro Zone Members | Euro | Fiber |
JPY | Japan | Yen | Yen |
GBP | Great Britain | Pound | Cable |
CHF | Switzerland | Franc | Swissy |
CAD | Canada | Doller | Lonie |
AUD | Australia | Dollar | Aussie |
NZD | Newzland | Dollar | kiwi |
কারেন্সি চিহ্নের তিনটি অক্ষর থাকে, যেখানে প্রথম দুইটি দেশের নাম নির্দেশ করে এবং তৃতীয়টি সেই দেশটির কারেন্সির নাম নির্দেশ করে। যেমন NZD এর ক্ষেত্রে, NZ দিয়ে New Zealand বোঝানো হয়েছে, এবং D দিয়ে Dollar বোঝানো হয়েছে। সহজ, তাইনা?
উপরের কারেন্সিগুলো প্রধান কারন সেগুলোই সবচেয়ে বেশি ট্রেড করা হয়।
Buck হল USD'র ডাক নাম।
USD-কে greenbacks, bones, benjis, benjamins, cheddar, paper, loot, scrilla, cheese, bread, moolah, dead presidents, coco and cash money নামেও ডাকা হয়।
প্রধান কারেন্সি পেয়ার-সমূহ:
নিচের কারেন্সি পেয়ারগুলোকে প্রধান কারেন্সি পেয়ার হিসেবে বিবেচনা করা হয়। এই কারেন্সি পেয়ার গুলো USD পেয়ার এবং সহসাই ট্রেড করা হয়। এই প্রধান পেয়ার গুলোর তারল্য সবচেয়ে বেশি এবং এগুলো বিশ্বে সবচেয়ে বেশি ট্রেড করা হয়। Pair | Countries |
EUR / USD | Euro Zone / United States |
USD / JPY | United States / Japan |
GBP / USD | Great Britian / United States |
USD / CHF | United States / Switzerland |
USD / CAD | United States / Canada |
AUD / USD | Australia / United States |
NZD / USD | NewZealand / United States |
প্রধান ক্রস-কারেন্সি অথবা অপ্রধান কারেন্সি পেয়ার-সমূহ:
ইউ. এস. ডলার ব্যাতিত কারেন্সি পেয়ারসমূহকে ক্রস-কারেন্সি পেয়ার অথবা শুধু ক্রস পেয়ার বলা হয়। প্রধান ক্রসগুলো অপ্রধান কারেন্সি পেয়ার নামেও পরিচিত। সবচেয়ে বেশি ট্রেডকৃত ক্রস পেয়ারগুলো এসেছে - EUR, GBP এবং JPY থেকে।
Euro Crosses
Pair | Countries |
EUR / CHF | Euro Zone / Switzerland |
EUR / GBP | Euro Zone / United Kingdom |
EUR / CAD | Euro Zone / Canada |
EUR / AUD | Euro Zone / Australia |
EUR / NZD | Euro Zone / New Zealand |
আরেও কিছু ক্রস কারেন্সি আছে যেগুলো মেজর ক্রস এবং ইউরো ক্রসের মতো এত বেশি ট্রেড হয়, এদের Exotic পেয়ার বলা হয়।
Exotic পেয়ারগুলোর স্প্রেড EUR/USD অথবা USD/JPY এর তুলনায় দুই অথবা তিন গুন বেশি। তাই যদি আপনি এই Exotic পেয়ারসমূহ ট্রেড করতে চান, তবে তা ভেবে করবেন।